• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    যুবকের প্রাণ গেলো জুয়ার আসরে

    যুবকের প্রাণ গেলো জুয়ার আসরে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২৩ | ৭:৪৮ অপরাহ্ণ

    গাজীপুরের কালীগঞ্জে জুয়ার আসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামে এ ঘটনা ঘটে।

    সোমবার (৩ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শরিফুল ইসলাম জেলার পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার কামড়ামাসো গ্রামের শামসুলের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের আব্দুল রশিদের ছেলে শরৎ আলী (৪৫) তার বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়মিত জুয়ার আসর বসান। ওই আসরে আশপাশের জুয়ারিরা আসেন। রোববার রাতেও জুয়ার আসর বসে। খেলা চলাকালে শরিফুল জুয়ার আসর থেকে প্রায় ৫০০ ফুট দূরত্বে থাকা স্থানীয় মোফাজ্জলের মুরগির খামার অতিক্রম করার সময় খামারের নেটে স্পর্শ করা মাত্রই বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, জুয়ার আসরে শরিফুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১