- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ
কুষ্টিয়ায় শহিদুল ইসলাম নামে এক যুবককে গলা কেটে হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন ও একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালিকাতলা এলাকার মৃত মুনছের মোল্লার ছেলে সালাম মোল্লা।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো—কুমারখালী উপজেলার শানপুকুরিয়া এলাকার আমির হামজার ছেলে সাইফুল ইসলাম এবং কালিকাতলা এলাকার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোয়ার্দার কালু। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হন। পরে ২৮ মে সকাল ৬টার দিকে কালিতলা এলাকায় একটি ডোবা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর শহিদুলের বাবা মুনছের আলী বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার রায় ঘোষণার করে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।