• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের

    যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

    বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‌‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আহ্বান জানান।

    সমাবেশের শুরুতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম বলেন, ‘বর্তমানে কথিত রাজনৈতিক দলের কিছু নেতারা নির্বাচন নিয়ে খুব উদ্বিগ্নতার কথা বলেন।

    তারাই গণ-অভ্যুত্থানকে ভেস্তে দিতে যান। এরা যদি আবার বিশ্বাসঘাতকতা করেন তাহলে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই এখন রাজনৈতিক সংস্কার চান না। আসলে যারা রাজনীতি থেকে জীবিকা নির্বাহ করেন তারা কখনো সংস্কার চাইবেন না, এটাই স্বাভাবিক।’

    জুলাই আন্দোলনকে দমনে বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘আমরা যেভাবে আন্দোলনকে বেগবান করেছি অন্য কেউ সেটি করতে পারেননি। তার পরও আমরা বৈষম্যের শিকার।

    আমাদের আহত শিক্ষার্থীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। আমরা নিজেদের ব্যর্থ মনে করছি। কারণ, ৫ মাস পরেও আমাদের আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দাবি তুলতে হচ্ছে। আমরা কাউকে দেখে আন্দোলনে নামিনি।’

    এদিকে সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

    যেকোনো পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থাকেও কাজ করতে দেখা গেছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০