• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    যেভাবে ঘুচল নুর-রাশেদের দ্বন্দ্ব

    | ০৬ জুলাই ২০২১ | ১:২৮ অপরাহ্ণ

    বহিষ্কার-পাল্টা শোকজের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের শীর্ষ দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।  দুজন পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে নিজের অবস্থান জানান দেন। রোববার এ নিয়ে দিনব্যাপী আলোচনা-সমালোচনা ও গুঞ্জন চলে। ওইদিনই সন্ধ্যায় দুই নেতা সমস্যার সমাধান হওয়ার কথা জানান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দাবি করেন রাশেদের সঙ্গে তার দ্বন্দ্বের সুষ্ঠু সমাধান হয়েছে। রাশেদ খানও এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন, স্বীকার করে নেন এটি তার বয়সের ভুল।

    শনিবার রাতে রাশেদকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেন নুর। এতে তিনি নিজেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ‘সমন্বয়ক’ হিসেবে উল্লেখ করেন।

    নুরের এমন সিদ্ধান্ত নিতে পারেননি রাশেদ। নুরকে দেন পাল্টা চিঠি। এতে কেন নুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে কারণ দর্শাতেও বলা হয়।

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কর্তৃত্ব নিয়ে মূলত নুরুল হক নুরের সঙ্গে রাশেদ খানসহ অন্যদের দ্বন্দ্ব ছিল।  সংশ্লিষ্ট সূত্র বলছে, সেই নেতৃত্ব নিয়ে আপাতত তাদের মধ্যে একটা সমাধান হয়েছে। নুর তার অবস্থান থেকে সরে এসেছেন। যেমনটি তার ফেসবুক স্ট্যাটাসে এসেছে।

    ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের এক যৌথ আলোচনা সভায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে ৩০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদ এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে যুব অধিকার পরিষদের কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই ও নতুন কমিটি গঠনে স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

    শোকজের দাবি থেকে রাশেদও  সরে এসেছেন। একই দিন তিনি এক ফেসবুক পোস্টে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে নুরের সঙ্গে বিরোধ মিটে যাওয়ার কথা জানিয়েছেন। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা বয়সে তরুণ হওয়ায় মাঝেমধ্যে বক্তব্য, কথা ও কাজে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। আশা করি, ভবিষ্যতে নিজেরা চলার পথে আরও বেশি সতর্ক থাকব।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০