- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২৩ | ৭:৫০ অপরাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জে ২৯ মার্চ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর মোহাম্মদ মিজানুর রহমান। কিন্তু যোগদানের পাঁচ দিনের মাথায় প্রশাসনিক কারণ দেখিয়ে টুরিস্ট পুলিশের পার্বত্য অঞ্চলে তাকে বদলি করে সদর দপ্তর।
সোমবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে। এর আগে রোববার (২ এপ্রিল) পুলিশ সদর দপ্তর কর্তৃক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে কালীগঞ্জ থানার ওসি পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য অঞ্চলে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন অন্যথায় ৬ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবে।
২৮ মার্চ (মঙ্গলবার) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি ২৯ মার্চ (বুধবার) কালীগঞ্জ থানার যোগদান করেন। যোগদানের ৫ দিনের মধ্যে তাকে পার্বত্য অঞ্চলে টুরিস্ট পুলিশে বদলি করা হলো।