• আজ সোমবার
    • ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলকদ ১৪৪৬ হিজরি

    যৌনকর্মীদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন অস্কারজয়ী অভিনেত্রী

    যৌনকর্মীদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন অস্কারজয়ী অভিনেত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ মার্চ ২০২৫ | ১:৫৫ অপরাহ্ণ

    তরুণ অভিনেত্রী মাইকি ম্যাডিসনের বড় হয়েছেন লস অ্যাঞ্জেলেসে। কিন্তু হলিউড তার কাছে থাকলেও স্বপ্নেও কখনও সেখানে পৌঁছার কথা ভাবেননি তিনি। এবার সেই হলিউড তাকে ডেকে হাতে তুলে দিলো সেরা অভিনেত্রীর পুরস্কার! পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে যৌনকর্মীদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি।

    সেরা অভিনেত্রী হিসেবে নিজের নাম শোনার পর হতবাক হয়ে যান মাইকি। ‘অ্যানোরা’ ছবির সহকর্মীদের একে একে আলিঙ্গন করে পরে ওঠেন মঞ্চে। ভীষণ আনন্দিত দেখাচ্ছিল তাকে। কেবল বলতে পেরেছিলেন দুটো বাক্য, ‘এটা ভীষণ পরাবাস্তব। আমি খুবই নার্ভাস, তাই দেখে দেখে বলবো।’ মঞ্চে ওঠার আগে সহকর্মীর কাছে রাখা ছিল লিখিত বক্তব্যটুকু।

    লিখিত বক্তব্যে মাইকি ম্যাডিসন বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছি, কিন্তু হলিউড সবসময় আমার কাছে অনেক দূরের মনে হতো। তাই আজ এখানে এসে দাঁড়ানোটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য। ধন্যবাদ, নিয়ন, ফিল্ম নেশন, ইউনিভার্সাল। আমার অবিশ্বাস্য পরিবার, (পরিবারের দিকে ইশারা করে) আমার মা, বাবা, আমার বোন, আমার ছোট ভাই এবং আমার যমজ ভাই মাইলসকে ধন্যবাদ আমার সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য। যদিও এ ছাড়া ওর কোনো উপায়ও ছিল না।’

    ‘অ্যানোরা’ ছবিতে একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আবারও যৌনকর্মী সম্প্রদায়ের কাছাকাছি যেতে চাই, তাদের প্রতি সম্মান রাখতে চাই। আমি সব সময় তাদের সমর্থন করবো, তাদের দিকে সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে রাখবো। ওই সম্প্রদায়ের যেসব অবিশ্বাস্য মানুষ, যে নারীর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য আমার হয়েছে, তারা ছিলেন আমার অবিশ্বাস্য অভিজ্ঞতার অংশ।’

    যৌনকর্মীদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন ম্যাডিসনগত বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছিল ম্যাডিসনের সিনেমা ‘অ্যানোরা’

    অস্কারজয়ে উদ্বেলিত ম্যাডিসন বলেন, ‘আমি মনোনয়ন পাওয়া আমার সহকর্মীদের চিন্তাশীল, বুদ্ধিদীপ্ত, সুন্দর, শ্বাসরুদ্ধকর কাজকেও স্বীকৃতি দিতে চাই। আপনাদের সঙ্গে একত্রে স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত। আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে, আমি সম্ভবত আগামীকাল ঘুম থেকে উঠবো! শনকে (“অ্যানোরা” ছবির পরিচালক শন বেকার) অনেক ধন্যবাদ। তোমার প্রতি শ্রদ্ধা, তোমার কারণেই এত কিছু।’

    ‘আনোরা’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন মাইকি ম্যাডিসন। সেরা অভিনেত্রী, সেরা ছবি এবং সেরা পরিচালকের মতো বেশ কয়েকটি শাখায় অস্কার জিতেছে ছবিটি। এ বছর বাফটা এবং স্পিরিট অ্যাওয়ার্ডেও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া গত বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছিল মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা ‘অ্যানোরা’।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১