• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    রংপুরকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল খুলনা

    রংপুরকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল খুলনা

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৫ | ৫:৪৭ অপরাহ্ণ

    চলমান বিপিএলের শুরুতে রীতিমতো হাওয়ায় উড়ছিল রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল দলটি। কিন্তু পরের চার ম্যাচেই হারতে হয়েছে সোহানের দলকে। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার কাছে ৪৬ রানে হারতে হয়েছে রংপুরকে। এই জয় দিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল খুলনা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলেই প্লে-অফের টিকিট পাবে মিরাজরা।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুরকে পাহাড় সমান ২২১ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে রংপুর। এতে ৪৬ রানের বড় জয় পায় খুলনা।

    বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ৮ বলে ৯ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন তৌফিক খান। এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেনি সাইফ হাসানও। ৯ বলে ৬ রান করে রান আউট হন তিনি। তবে ইফতেখারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকে সৌম্য সরকার।

    ১৫ বলে ১৯ রানে ইফতেখার আউট হলেও ৩১ বলে ফিফটি তুলে নেন সৌম্য। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন শেখ মাহেদীও। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ২৭ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। ২ বলে শূন্য রান করে নুরুল হাসান সোহান আউট হলে দলীয় ১০৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর।

    সৌম্যকে সঙ্গে দিয়ে ব্যাট চালিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাইফউদ্দিন। ১৭তম ওভারে মুশফিক হাসানের হাতে বল তুলে দেন মিরাজ। চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে আকাশে তোলেন সাইফউদ্দিন। নাঈম হাসান দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ক্যাচটি তালুবদ্ধ করেন। ১০ বলে ১৮ রান করেন তিনি। পরে বলে ডাক আউট হন আজিজুল হক তামিম।

    ১২ বলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৫২ রান। ১৯তম ওভারে মাত্র ৪ রান তোলে তারা। শেষ ওভারের দ্বিতীয় বোল্ড আউট হন ৪৮ বলে ৭৪ রান করা সৌম্য। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে রংপুর। এতে ৪৬ রানের বড় জয় পায় খুলনা।

    খুলনার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মুশফিক হাসান। এ ছাড়াও মোহাম্মদ নাওয়াজ দুটি, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম। তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ। ১২ বলে ২১ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে নেমে ১৪ বলে ১২ রান করে রান আউট হন অ্যালেক্স রোস।

    এরপর উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাঈম। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে খুলনা। ২১ বলে ৩৬ রান করে বোসিস্টো আউট হলেও ব্যাট চালাতে থাকেন নাঈম।

    যার ফলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তিনি। ৫৫ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৫ বলে ২৯ রান করে ২০তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট তিনি। শেষ পর্যন্ত নাঈমের ৬২ বলের অপরাজিত ১১১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বড় পুঁজি পেয়েছিল খুলনা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০