• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    রবিবার থেকে চট্টগ্রাম নগরীতে চলবে গণপরিবহন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২১ | ৩:৪৯ অপরাহ্ণ

    চট্টগ্রাম নগরীতে আগামীকাল রবিবার (৭ নভেম্বর) সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল করবে বলে জানিয়েছেন মহানগর বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, চলমান গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি। আগামীকাল সকাল ৬টা থেকে নগরীতে বাস চলাচল করবে। এদিকে মহানগরীতে বাস চলাচল করলেও আন্তঃজেলা রুটে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে

    অপর এক প্রশ্নের জবাবে মহানগর বাস মালিক সমিতির সভাপতি বলেন, পরিবহন ধর্মঘট ঘোষণা করায় আমাদের চালকরা সবাই ছুটিতে চলে গেছেন। যে কারণে আজ বাস চলাচল বন্ধ থাকবে। কাল থেকে পুরোদমে বাস চলাচল করবে।

    এর আগে, তেলের দাম বাড়ানো এবং ভাড়া সমন্বয় না করায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করে পরিবহন মালিকদের এই সংগঠন। ঘোষণা অনুযায়ী শুক্র ও শনিবার নগরীতে সব ধরনের বাস চলাচল বন্ধ আছে।

    এদিকে রবিবার থেকে মহানগরীতে বাস চলাচল করলেও আন্তঃজেলা রুটে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, মহানগর বাস মালিক সমিতি যদি ধর্মঘট প্রত্যাহার করে এটি তাদের বিষয়। বাড়তি দামে তেল কিনে তার আগের ভাড়ায় বাস চালাতে পারলে এটা তো সবার জন্যই ভালো। কিন্তু আমরা তেলের দাম বাড়ার সঙ্গে ভাড়ার সমন্বয় না পেলে বাস চালাতে পারবো না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০