রমজানে ক্রেতাদের অতিরিক্ত পণ্য না কেনার আহবান সাপ্লাইচেইন বিশেষজ্ঞের। এদিকে অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রির প্রমাণ মিললে জরিমানার হুঁশিয়ারি কৃষি বিপনন অধিদপ্তরের।
অধিদপ্তর জানায়, কেজিতে সর্বোচ্চ ৬৭ টাকায় ছোলা, পেয়াজ ৪০ টাকা, ভোজ্যতেল ১৩৯ টাকা প্রতি লিটার, প্রতি কেজি মসুর ৬৯ থেকে ১০৩ টাকা, চিনি ৬৮ এবং সাধারণ মানের খেজুর ১০০ টাকা আর মধ্যম মানের খেজুর খুচরা বাজারে বিক্রি হবে ২৫০ টাকায়।