- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৩ | ২:১৪ অপরাহ্ণ
আবারও জ্বলে উঠলেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে শাসন করেন পাকিস্তানি বোলারদের। শনিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়ে শক্ত প্ল্যাটফর্মে দাড় করিয়েছেন নিউজিল্যান্ডকে। একইসঙ্গে জোড়া কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করলেন রাচিন। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্কের ফিগার স্পর্শ করেন তিনি। আজ ইনিংসের ৩৪তম ওভারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে সিঙ্গেল নিয়ে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।
সেঞ্চুরি তুলে নেওয়ার পথে চলতি বিশ্বকাপে ৫০০ রানের কোটাও টপকে গেছেন রাচিন। মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসনের পর তৃতীয় কিউই ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান করলেন তিনি। জোড়া কীর্তি গড়ে ব্যক্তিগত ১০৮ রানে আউট হন রাচিন। তার ৯৪ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কার মার।