• আজ রবিবার
    • ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    রাজধানীতে ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে তীব্র যানজট

    রাজধানীতে ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে তীব্র যানজট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ আগস্ট ২০২৫ | ৫:৫৫ অপরাহ্ণ

    সপ্তাহের প্রথম কর্মদিবসে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। আজ রোববার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। এছাড়া বাসস্টপগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়।

    ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আয়োজিত জনসমাবেশ (শহীদ মিনার) এই দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন চালু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

    সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ ও আজিমপুরসহ একাধিক এলাকায় যানজট ও ধীরগতির যান চলাচলের দৃশ্য চোখে পড়ে। যাত্রীদের অনেকে বাসে ওঠার জন্য ঠেলাঠেলি করতে দেখা যায়।

    এদিকে মহাখালী মৎস্যভবন পল্টন গুলিস্তানসহ আশপাশের এলাকায় সমাবেশে আসা নেতাকর্মীদের গাড়ি পার্কিং করেছে ছাত্রদল। রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করায় যান চলাচলে বেশি ভিন্ন ঘটছে।

    দুপুর ১টার আগেই পল্টন, মতিঝিল, মৎস্যভবন, শাহবাগ এলাকার সড়কে পাবলিক পরিবহন চলা প্রায় বন্ধ হয়ে যায়। এসব এলাকায় গাড়ি রেখে ঢাকার বাইরে থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের স্থলের দিকে রওনা হয়েছেন।

    গতকাল শনিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ৩ আগস্ট সকাল থেকে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলোতে যানচলাচল সীমিত থাকবে। এসব এলাকার পরিবর্তে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

    একযোগে রাজনৈতিক কর্মসূচি, চাকরিজীবীদের ব্যস্ততা ও চলমান এইচএসসি ও বিসিএস পরীক্ষার চাপ মিলিয়ে ঢাকার সড়ক ব্যবস্থায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১