• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    রাজধানীতে টানা বৃষ্টিতে নিউমার্কেটে হাঁটুপানি

    রাজধানীতে টানা বৃষ্টিতে নিউমার্কেটে হাঁটুপানি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ অক্টোবর ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ

    রাজধানীতে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এরমধ্যে রাতে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে নিউমার্কেট এলাকার নূরজাহান প্লাজার সামনের সড়কে (মিরপুর রোড) জমে গেছে হাঁটুপানি। এছাড়া পানি ঢুকে পড়েছে নিউমার্কেটেও। খবর পেয়ে অনেক ব্যবসায়ী রাতেই ছুটে আসেন। তবে সেচপাম্প বসানোতে মার্কেটের পানি কমতে শুরু করে।

    শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দেখা যায়, নিউমার্কেটের পানি প্রায় হাঁটু সমান। পানি কমাতে সেচপাম্প বসানো হয়। কর্মচারীরা ছুটে এসেছেন দোকান দেখতে। পানি জমেছে নিউমার্কেটের সামনের সড়কে। এছাড়া ঢাকা কলেজের মূল ফটক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মূল ফটকের সামনেও জমেছে পানি।

    নিউমার্কেটের নিরাপত্তা প্রহরী বলেন, বৃষ্টিতে পানি জমে গেছে। ড্রেনও ভরা। রাস্তার পানি সব মার্কেটে চলে এসেছে, কারণ রাস্তা উঁচু আর মার্কেট নিচু। রাত ১০টায় পাম্প বসানো হয়।

    শুধু নিউমার্কেটই নয়, মাঝরাতে আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বকশীবাজার সড়কেও পানি জমে আছে। একই অবস্থা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনের সড়কে। এসব সড়কে পানি জমার ফলে যানবাহনকে ধীরে চলাচল করতে দেখা গেছে।

    এদিকে সতর্কবাণীতে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

    এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কয়েকটি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এরমধ্যে ময়মনসিংহে ৩৪০, নেত্রকোনায় ৩১১, সিলেটে ১৩৬, কক্সবাজারে ৯১ এবং যশোরে ৯৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১