- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২১ | ১১:১৪ পূর্বাহ্ণ
রাজধানীতে ডেঙ্গু আক্রান্তদের নমুনায় ভয়াবহ ধরন শনাক্ত হয়েছে। একে বলা হচ্ছে সেরোটাইপ–থ্রি। ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এ তথ্য জানিয়েছে বিসিএসআইআর।
তবে, এ সব রোগী ডেঙ্গুর কোন ধরনে আক্রান্ত হচ্ছেন, তা জানা যাচ্ছিলো না। বিষয়টিতে গবেষণা চালায় বিসিএসআরইআর। ২০টি নমুনার জেনম সিকোয়েন্স করে রোবেবার (২৯ আগস্ট) সরকারি সংস্থাটি জানায়, এ বছর ডেঙ্গুর সেরোটাইপ–থ্রিতে আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের ৪টি ধরনের মধ্যে সেরোটাইপ–থ্রি অত্যন্ত ক্ষতিকর। তবে, প্রথমবার যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষতির সম্ভাবনা কিছুটা কম। তবে সতর্কতার বিকল্প নেই।
মা ডেঙ্গুতে আক্রান্ত হলে শিশুকে দুধপান না করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।