• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাজধানীতে পুলিশের গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২১ | ৩:৪৪ অপরাহ্ণ

    রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের সড়কে গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী যুবক নাদিম হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহতের খালাতো ভাই আব্দুল্লাহ আল ইফতি অভিযোগ করে বলেন, গত শনিবার (৩০ অক্টোবর) স্টেডিয়ামের পাশে রাস্তা পারাপারের সময় পুলিশের একটি গাড়িতে ধাক্কা লাগে। এসময় রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তিনি আরও বলেন, নিহত নাদিম শরীয়তপুরের ডামুড্যা থানার দক্ষিণ সিরদা গ্রামের মৃত মিল্লাত হোসেনের ছেলেন। খিলগাঁও গোড়ান এলাকায় থাকতেন তিনি।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০