- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:১০ অপরাহ্ণ
আগামী ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এ আবেদন জানিয়েছে দলটি।
সোমবার বিকেল ৪টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দল এ আবেদন জমা দেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভুইয়া, বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন ভুইয়া ও অ্যাডভোকেট এম আর করিম।
আবেদনে বলা হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও ওলামায়ে কেরামসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং কেয়ারটেকার সরকারসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে। বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেয়ার পর অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা ২৫ ফ্রেব্রুয়ারি বিকাল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আবেদন গ্রহণ করে একটি অনুলিপি আমাদেরকে দেয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারির বিভিন্ন কর্মসূচির জন্য পুলিশ কমিশনার ব্যস্ত রয়েছেন। ফলে ২২ ফেব্রুয়ারি বা পরবর্তীতে এ বিষয়ে আমাদেরকে জানাবেন বলে তারা বলেছেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এদেশে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি পুলিশ আমাদেরকে বিক্ষোভ মিছিল করার অনুমতি দেবে এবং কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডিএমপির ই-মেইলে ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সম্পাদক ড. মোবারক হোসাইনের স্বাক্ষরিত একই আবেদন পাঠানো হয়।