- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২২ | ২:৫৪ অপরাহ্ণ
রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক (৬০) বছর।
আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, আমরা খবর পেয়ে মৎস ভবনের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি ।বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত বৃদ্ধা ওই এলাকাতে ভবঘুরে হিসেবে ছিলেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।