- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১১:১৯ পূর্বাহ্ণ
রাজধানীর উত্তরা নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে পেটে রড ঢুকে মোহাম্মদ আলী (২০) নামের এক নির্মাণ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ২২ নম্বর বাসার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী জানান, মোহাম্মদ আলী পেশায় রাজমিস্ত্রি সহকারী। বিকালে নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় উপর থেকে এক তালার ‘ফলস’ ছাদের উপর পড়ে যান তিনি। ছাদে কলামের রড পেটে ঢুকে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে, পরে সেখান থেকে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। উত্তরায় নির্মাণাধীন ভবনেই থাকতেন।