• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ডেমরাতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

    ডেমরাতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ

    রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা চার জন দাঁড়িয়েছে। সবশেষ আহত আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিকাল সোয়া ৩টায় মারা যান। এর আগে আবুল হোসেন ছিলেন আইসিইউতে। তার বাবার নাম পিয়ার আলী, বাড়ি মাতুয়াইল পশ্চিম পাড়া।

    এর আগে মারা যান আইএফআইসি ব্যাংক ডেমরা সারুলিয়া শাখা ট্রানজেকশন সার্ভিস অফিসার আসিফ হোসেন (৪৫)। তিনি রাজশাহী সদর উপজেলার ঘোড়ামারা সিরোইল গ্রামের আনোয়ার হোসেন ও ফেরদৌসী বেগমের ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া তালতলা মসজিদের পাশে বদিউজ্জামান হাউজে থাকতেন তিনি। তার স্ত্রীর নাম রিমা বিশ্বাস। তিনি এনআরবি ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় কর্মকর্তা।

    নিহত আসিফের স্ত্রী বলেন. সকালে দু’জনেই যার যার কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যাই। পরে সংবাদ পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। নিহতের মা ফেরদৌসী বেগম জানিয়েছেন আসিফ তার একমাত্র সন্তান, ২০১৭ সালে তিনি বিয়ে করেছেন। তাদের কোন সন্তান নেই।

    মৃত বাকিদের পরিচয় প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায় বলে জানিয়েছেন ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার। মৃত ওম্মে হাবিবা (১৫) মাদারীপুর জেলার শিবচর উপজেলার আব্দুস সোবাহানের মেয়ে। এছাড়াও তার ব্যাগ থেকে মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার বেতন বহি পাওয়া যায়। সেই বেতন বহিতে শিক্ষার্থী নাম লিখা রয়েছে ওম্মে হাবিবা। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিহত শামসুন্নাহার (৫২) নারায়ণগঞ্জের কুতুবপুর হারিছ উদ্দিনের মেয়ে।

    আহত তিনজন হচ্ছেন, শামীম (৪০) ও মঈনউদ্দিন (৩৫)। তাদের মধ্যে আবুল হোসেনের অবস্থা আশংকাজনক।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০