- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ নভেম্বর ২০২১ | ২:১৪ অপরাহ্ণ
রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আটকরা হলো- মো. শরিফ (২২) ও মো. নাজমুল হোসেন (৩৫)।
আজ সোমবার (২৯ নভেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে গাড়ির মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করতো। টাকা না দিলে গাড়ির যন্ত্রাংশ খুচরা মূল্য বিক্রি করে দিতো। এরই পরিপ্রেক্ষিতে তুরাগ থানার বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি করা একটি পিকআপভ্যানসহ সংঘবদ্ধ চক্রের দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। আসামিরা পলাতক আসামিদের সহায়তায় পূর্বপরিকল্পনা মতে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পিকআপভ্যান চুরি করে নিজেদের দখলে রেখে মালিকদের ফোন করে বিপুল পরিমাণ টাকা দাবি করতো। কেউ টাকা দিতে না চাইলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে খুচরা মূল্যে বিক্রি করে দেয়। এভাবে দীর্ঘদিন ধরে তারা অসংখ্য পিকআপভ্যান চুরি করে মোটা অংকের টাকা আদায় করে আসছে।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।