• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাজধানীর মিটফোর্ড হাসপাতালের বাইরে তিন মাসের শিশু চুরি

    রাজধানীর মিটফোর্ড হাসপাতালের বাইরে তিন মাসের শিশু চুরি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ

    পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিডফোর্ট) পরমাণু ভবনের সামনে থেকে চিকিৎসার জন্য আসা তিন মাসের শিশুকে কোলে নেওয়ার কথা বলে চুরির অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পরমাণু ও কর্মচারী ইউনিয়নের ভবনের সামনে এই শিশু চুরির ঘটনা ঘটে।

    শিশু জুবাইদার নানী মরিয়ম বেগম ও মা হাসনা বেগম জানান, কেরানীগঞ্জ দক্ষিণ থানা এলাকার পারগেন্ডারিয়ার কানাপট্রি এলাকা থেকে মিটফোর্ড হাসপাতালে শিশু বিভাগের ডাক্তার দেখাতে আসেন তারা। চিকিৎসক তাকে আলট্রাসাউন্ড পরীক্ষা দিলে তারা পরমাণু ভবনের সামনে আলট্রাসনোগ্রাম পরীক্ষার জন্য লাইনে দাঁড়ান। এসময় শিশু জুবাইদা নানি মরিয়মের কোলে ছিল।

    জুবাইদা মা সিরিয়াল দিতে লাইনের প্রথম দিকে ছিল আর নাতীন জুবাইদা তার কোলে বসেই দুষ্টুমি করতে ছিল। তখন বয়স্ক কালো বোরখা পরা এবং মুখ বের করা এক মহিলা কোলে নিতে হাত বাড়িয়ে দেয়। ৩ মাসের জুবাইদাও হাসতে হাসতে তার কোলে যায়। নানি বলে তার মেয়ে হাসনা বেগম লাইনে দাঁড়িয়ে আছে বলে মুখ ঘুরালেই ফিরে দেখেন তার নাতীনসহ ওই মহিলা আর নেই। এরপর তিনি ‘আমার নাতীন কই’ বলে কান্না করতে থাকেন।

    পরমাণু ভবনের গেটের দারোয়ান মোহাম্মদ হাসান জানান, মোবাইল ও টাকা চুরি নিত্য ঘটনা। মাঝে মাঝে শিশু চুরির ঘটনাও ঘটে বলে জানান তিনি।

    তিনি আরো বলেন, রবিবার সকালে একটি শিশুকে ডাক্তার দেখানো জন্য হাসপাতালে নিয়ে আসলে ওই শিশুটি চুরি হয়েছে বলে জানতে পারলাম।

    শিশুটি বাবা-মা হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাদেরকে শিশুটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্থ করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০