- আজ মঙ্গলবার
- ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৯:২৪ পূর্বাহ্ণ
রাজধানীর রামপুরায় ভাড়াবাসা থেকে লামিয়া আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক আছেন তার স্বামী হৃদয় ফকির। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। যদিও সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের।
নিজেদের পছন্দ ও পরিবারের সম্মতি মিলিয়ে ঘর বেঁধেছিলেন লামিয়া আক্তার ও হৃদয় ফকির।
স্বামী হৃদয় পেশায় একজন রঙমিস্ত্রী, রাজধানীর রামপুরার বউবাজারের লামিয়াকে নিয়ে সাবলেট থাকতেন, সেখানেই পাওয়া যায় লামিয়ার অর্ধগলিত মরদেহ।
দুই পরিবারই জানায়, দিন তিনেক ধরে কারো খোঁজ না পেয়ে পুলিশকে জানান। পরে তালা ভেঙে উদ্ধার করা হয় মরদেহ।
পুলিশ বলছে, নিহতের গায়ে আঘাতের চিহ্ন ছিল না। দরজাও বন্ধ ছিল ভেতর থেকে। বলেন, ঘটনা যাই ঘটুক, তদন্তে বেরিয়ে আসবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |