- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২২ | ২:৫৭ অপরাহ্ণ
রাজধানীর রামপুরা বনশ্রীতে নির্মাণাধীন ভবনের উপর থেকে ক্রেন ভেঙে মাথায় পড়ে মো. নুর আলম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নুর আলমের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা এলাকায়। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
আজ সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় এই ঘটনা ঘটে। নিহত আলমের সহকর্মী জসিম বলেন, নুর আলম সিমেন্টের মিক্সার মেশিনে কাজ করছিলেন। এ সময় ক্রেন ভেঙে নূর আলমের উপরে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।