- আজ শনিবার
- ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৮শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৪ | ৮:১৮ অপরাহ্ণ
রাজধানীর সবুজবাগ বাইগদিয়া এলাকায় ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মো. রমজান আহমেদ নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পেয়ে সবুজবাগের বাইগদিয়া এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই শিপন জানান, আমার ভাই একজন বালু ড্রেজারের ব্যবসায়ী। তার ব্যবসার পার্টনার জাহাঙ্গীরের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।