- আজ সোমবার
- ২৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ডিসেম্বর ২০২১ | ১:৩৯ অপরাহ্ণ
আজ রবিবার (৫ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে। এতে দীর্ঘ যানজটে পড়েছেন অফিসগামী মানুষ, দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
সকালে রাজধানীর বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুর, রাজারবাগ, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, পল্টন, শান্তিনগর, দৈনিক বাংলা, মতিঝিল, যাত্রাবাড়ী ও ফার্মগেট এলাকাসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের পর আজ রবিবার কোথাও তাদের সড়ক অবরোধ দেখা যায়নি। এতে সাধারণ মানুষ ও পরিবহন মালিক এবং চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। আর এতে অনেকেই যানবাহন নিয়ে রাস্তায় নেমেছেন। ফলে যানজট কিছুটা বেড়েছে।
গত কয়েক দিন সড়কে শিক্ষার্থীদের আন্দোলন ছিল। যেসব যানবাহনের কাগজপত্র নেই সেগুলো এতদিন নামেনি, এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে। এ কারণেই যানজট কিছুটা বেশি।
অপরদিকে এইচএসসি পরীক্ষার পাশাপাশি রাজধানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পরীক্ষা চলছে, সে কারণেও যানজটের মাত্রা কিছুটা বেশি বলে মনে করেন তিনি।
যানজটের পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে নগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছে। দিনে নগরীর আকাশে কোথাও সূর্যের দেখা মেলেনি, তাপমাত্রাও কিছুটা কমেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |