- আজ সোমবার
- ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৬:৩৪ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু নির্বাচনের কয়েকমাস আগেই বদলে যেতে চলেছে একাধিক রাজনৈতিক সমীকরণ। সূত্র মাধ্যমে জানা গেছে, তৃণমূলের দু’বারের তারকা সাংসদ দেব এবার আর নির্বাচনে দাঁড়াতে রাজি নন। যদিও প্রকাশ্যে তিনি এই কথা সরাসরি বলেননি। তবে আকারে ইঙ্গিতে এমনটাই বুঝিয়ে দিয়েছেন এক সংবাদমাধ্যমে।
দেবের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যেকে জানিয়েছে, বর্তমানে তার সিনেমা ক্যারিয়ার তুঙ্গে। তাই এইসময়টা রাজনীতি থেকে সরে এসে পুরোপুরি সিনেমাতেই ফোকাস করতে চাইছেন। কিন্তু দেব নিজে কী বলছেন? অভিনেতার কথায়, আমি মনে করি, ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালে কাজ করবে। তবে ২০২৪-এ আমায় দল টিকিট দেবে কিনা, কিংবা আমি নিজে ভোটে লড়ব কিনা, সেসব নিয়ে এখনও কিছুই ভাবিনি।
২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে নিজের পরিচয় গড়ে তোলেন দেব। এরপর ২০১৪ সালে তাকে লোকসভা ভোটে দাঁড় করিয়ে রীতিমতো চমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থেকে ভোটে জিতে সাংসদ হন অভিনেতা। এরপর ২০১৯ সালেও তাকে ঘাটাল থেকেই দ্বিতীয়বার টিকিট দেওয়া হয়। সেবারও ভোটে জিতে সাংসদ হন তিনি।
গত প্রায় ১০ বছর ধরে ঘাটালের সাংসদ থাকার পর এবার কি মোহভঙ্গ হল দেবের? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় অনেকের কাছেই। তবে দেব একটা কথা বলেছেন। যা হল, তিনি নিজের সংসদীয় এলাকার জন্য যথেষ্ট কাজ করতে পারেননি। অভিনেতা আরও বলেছেন, ‘আমার জায়গায় কোনও পূর্ণ সময়ের সাংসদ থাকলে আরও ভালো কাজ করতে পারতেন।’ দেবের এই মন্তব্য নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |