• আজ শুক্রবার
    • ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    রাজবাড়ীতে ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত

    রাজবাড়ীতে ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মে ২০২৫ | ৬:০২ অপরাহ্ণ

    রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন এবং দুটি গরু মারা গেছে। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর ‘বাংলাদেশ’ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহতরা হলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধূপুরের বাসিন্দা রফিকুল ইসলাম (৫০) এবং পশ্চিম আব্দাল এলাকার রফিক হোসেন (৪০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পশু বহনকারী ট্রাক (যার মধ্যে ১৪টি গরু ও চালকসহ মোট ১১ জন আরোহী ছিলেন) কালুখালীর ‘বাংলাদেশ’ হাট মোড়ের কাছে একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে পাংশা ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ট্রাকে থাকা গরুর মালিক, ব্যবসায়ী ও রাখালরা রয়েছেন।

    পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১