- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২২ | ৯:১৪ অপরাহ্ণ
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুলের সামনে থেকে রকি শেখ (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রকি শেখ খানখানাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।
নিহতের বাবা বলেন, ‘স্থানীয় শামীমসহ অন্য সন্ত্রাসীরা আমার পরিবারের লোকজনকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে চায়। এই ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। ওরা মাদক ব্যবসা করে, আমার ছেলে বাধা দেওয়ায় তাকে আজ গুলি করে মেরে ফেলছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, রকি কিছুদিন আগে শামিম গ্রুপের এক কর্মীকে হাতের কব্জি কেটে ফেলেন। সেই ঘটনার এজাহারনামীয় আসামি তিনি। রকি বর্তমানে জামিনে থাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যায় রকিকে সুরাজ মোহনী ইনস্টিটিউটের সামনে পেয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।
সদর থানার ওসি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছি।’