- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২২ | ৩:৫৬ অপরাহ্ণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার (১১ মে) বেলা পৌনে ১১টার দিকে ডায়রিয়াজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, মঙ্গলবার রাত থেকে তিনি ডায়রিয়ায় ভুগছিলেন। সকালে সমস্যাটি প্রকট হওয়ায় শারীরিক অবস্থা নাজুক হয়ে পড়ে। অতিরিক্ত ডায়রিয়ার কারণে তার শরীর পানিশূন্য হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর তাকে সবধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কামরুল ইসলামের সুচিকিৎসায় অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট ৯ চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার উন্নয়নের জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর সম্ভব হচ্ছে না। আপাতত তিনি রামেকের ভিভিআইপি কেবিনেই সেবা নিচ্ছেন।
স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, সাবেক এ মন্ত্রী মঙ্গলবার রাজশাহীতে আসেন। রাজশাহীর বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় যোগদানের কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে ওই সভায় যোগ দিতে পারেন নি তিনি।