- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ
আবারও ধুম-ধারাক্কা ব্যাটিং ভারতীয় ব্যাটারদের। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলি করেছেন সেঞ্চুরির ‘হাফসেঞ্চুরি’। তাণ্ডব চালিয়েছেন রোহিত শর্মা এবং শুভমান গিলও। অল্প বলের ইনিংসে লোকেশ রাহুলও তার কব্জির জোর দেখান। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে রানপাহাড়ে উঠেছে ভারত। স্বাগতিকদের ৩৯৭ রানের পুঁজিতে রেকর্ড বুক হয়েছে তোলপাড়।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের জন্য কিউইদের ৩৯৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। পুরো ৫০ ওভার বল করে স্বাগতিকদের মাত্র ৪ উইকেট শিকার করতে পেরেছেন নিউজিল্যান্ড বোলাররা। ওয়ানডে বিশ্বকাপের নকআউট ম্যাচে ৩৯৭ রান ভারতের সর্বোচ্চ সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ৩০২ রানের। যা ২০১৫ সংস্করণে বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করেছিল এশিয়ার শক্তিধররা।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে ভারত। চলতি টুর্নামেন্টের লিগপর্বে ধর্মশালায় কিউইদের বিপক্ষে ২৭৪ রান করেছিল তারা। যা ছিল আগে সর্বোচ্চ। পাঁচ টপ অর্ডার ব্যাটারের ব্যাটে বিশাল সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে মারমুখী ছিলেন রোহিত এবং গিল। তাদের উদ্বোধনী জুট ভাঙেন টিম সাউদি।
কিউই পেসারের শিকার হওয়ার আগে মাত্র ২৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৭ রান করেন রোহিত। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার ‘হাফসেঞ্চুরি’ করেছেন তিনি। সেঞ্চুরির পথে ছিলেন গিল। কিন্তু আঘাত পেয়ে ব্যক্তিগত ৭৭ রানে রিটায়ার্ড হন তিনি। শেষ ওভারে সূর্যকুমার যাদব (১) আউট হলে মাঠে নেমেছিলেন এই ওপেনার। তবে ২ বল খেলার সুযোগ পেয়ে অপরাজিত ছিলেন ৮০ রানে।
গিল রিটায়ার্ড হার্ট হওয়ার পর মাঠে নামা শ্রেয়াস তুলে নিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। ট্রেন্ট বোল্টের শিকার হওয়ার আগে ৭০ বলে ৪ চার ও ৮ ছক্কায় করেন ১০৫ রান। কোহলি এবং রোহিতের পর তৃতীয় ভারতীয় ব্যাটারদের হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন শ্রেয়াস। তার সঙ্গে ৯৩ রানে জুটি গড়া কোহলি করেছেন দুই কীর্তি।
সেঞ্চুরির ‘হাফসেঞ্চুরি’ করেছেন কোহলি। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। ছাড়িয়ে গেছেন ৪৯ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারকে। মজার বিষয় হলো, আজ স্বদেশি কিংবদন্তির মাঠে এবং শচীনের উপস্থিতিতে বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছান ৪২তম ওভারে।
মুম্বাইয়ের ছেলে শচীন। তাই সেখানাকার ওয়াংখেড়ে স্টেডিয়ামকে বলা হয় শচীনের মাঠ। নিজ শহরে উত্তরাধিকারীদের সাহস যোগাতে মাঠে হাজির ছিলেন সাবেক এই ভারতীয় ব্যাটার। কোহলি যখন সেঞ্চুরি উদযাপনে মাটিতে বসে পড়েন তখন দাড়িয়ে তাকে অভিনন্দন জানান শচীন। গ্যালারিতে থাকা আনুস্কা শর্মা ছাড়া অন্যান্য তারকাদের উল্লাসও ছিল দেখার মতো।
শচীনের আরেকটি রেকর্ড ভেঙেছেন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৭০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এই রেকর্ডটি এতদিন ছিল শচীনের দখলে। সাবেক ভারতীয় ব্যাটার ২০০৩ সংস্করণে ৯ ইনিংসে করেছিলেন ৬৭৩ রান। কীর্তিমান কোহলি এদিন আউট হয়েছেন ১১৭ রান করে। তার ১১৩ বলের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা। তাকে আউট করেন সাউদি। শেষ দিকে ২০ বল খেলা রাহুলের ৩৯ রানের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার।