- আজ বুধবার
- ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২৫ | ৬:৫১ অপরাহ্ণ
ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার সম্প্রতি ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন যে, রাশিয়া থেকে তেল কিনে ভারত প্রকারান্তরে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে ভারত নিয়ে এমন কঠোর মন্তব্য এটিই প্রথম। উল্লেখ্য, ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।
মিলার জানান, ট্রাম্প বেশ কিছুদিন ধরে ভারতের উপর চাপ সৃষ্টি করছেন যাতে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে মিলার বলেন, “প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে ভারতের রাশিয়া থেকে তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন করাটা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, অনেকেই জেনে অবাক হবেন যে, রাশিয়া থেকে তেল কেনার দিক দিয়ে ভারত এখন চীনের কাছাকাছি চলে এসেছে। এই তথ্যকে তিনি “চমকপ্রদ” হিসেবে উল্লেখ করেন।
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্সকে দেওয়া ভারত সরকারের একাধিক সূত্রের খবর অনুযায়ী, মার্কিন চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
এর আগে ট্রাম্প রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার কারণে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।
তবে মিলার এও বলেন যে, ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক “চমৎকার”। এই কারণে ট্রাম্প তার সমালোচনার সুর কিছুটা নরম করেছেন। তিনি আরও বলেন, “আমাদের বাস্তববাদী হতে হবে। রাশিয়া কীভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে, তা মোকাবিলা করতে ট্রাম্পের সামনে কূটনৈতিক, আর্থিক এবং অন্যান্য সব পথ খোলা রয়েছে, যাতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।”