- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ মার্চ ২০২৫ | ৪:২২ অপরাহ্ণ
রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন কিয়েভের প্রতিনিধি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এখন রাশিয়ার ওপর নির্ভর করছে, তারা এই প্রস্তাবে রাজি হবে কি না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে একটি ‘ইতিবাচক’ পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব রাশিয়াকে বোঝানো যে, যুদ্ধবিরতি প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষ তাদের আলোচক দল নির্ধারণ করেছে এবং যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরু করবে।
রুবিও বলেন, ‘আজ আমরা একটি প্রস্তাব দিয়েছি, যা ইউক্রেন গ্রহণ করেছে। এখন আমরা এটি রাশিয়ার কাছে নিয়ে যাব এবং আশা করি তারা শান্তির পক্ষে থাকবে। এখন সিদ্ধান্ত তাদের হাতে।’
এই ৩০ দিনের যুদ্ধবিরতি জেলেনস্কির আংশিক স্থল ও আকাশ যুদ্ধবিরতির প্রস্তাবের চেয়েও বিস্তৃত।
জেদ্দার ওই বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |