- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জুন ২০২৩ | ৬:১৩ অপরাহ্ণ
রাশিয়ান সীমান্তবর্তী অঞ্চলে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। রবিবার সিএনএনে বলা হয়েছে, বেলগোরদের অন্তত চারটি এলাকায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। বেলগোরদের আঞ্চলিক গভর্নর ব্লাচেস্লাভ গ্লাডকভ বলেছেন, হামলা দুইজন তরুণী নিহত হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে একের পর এক পোস্টে গ্লাডকভ বলেন, সোবোলেভকা গ্রামে ১৮ টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুরুষ ও দুই নারী নিহত হয়েছে। হামলায় গ্যাস পাইপলাইন ও একটি পাওয়ার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
ভালুইস্কি জেলায় সোবোলেভকা গ্রামের অবস্থান, গত দুই সপ্তাহ ধরে সেখানে হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের পাল্টা হামলার প্রস্তুতি প্রাক্বালে দেশটির ওপর হামলার পরিমাণ জোরদার করেছে রাশিয়ান বাহিনী। গত মাসে শুধু কিয়েভেই ১৭ বার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।