- আজ বৃহস্পতিবার
- ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জুলাই ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ
ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেবাস্তোপোলে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে শহরটির মেয়র মিখাইল রাজভোজায়েভ। রবিবার সেবাস্তোপোলে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার, ৩১ জুলাই রাশিয়াতে জাতীয় ছুটির দিন। রুশ নৌবাহিনী দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়। এ দিনই হামলার ঘটনা ঘটেছে।
টেলিগ্রামে মিখাইল রাজভোজায়েভ বলেছেন, ইউক্রেনের জাতীয়তাবাদীরা রাশিয়ার নৌবহরের আনন্দের দিনটি নষ্ট করার জন্য সকালে এই ঘটনা ঘটিয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তাও আহত হয়েছে। নিরাপত্তাগত কারণে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সম্ভব হলে শহরের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।