- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ণ
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এ সংক্রান্ত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রবিবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা ও জ্বালানী সেক্টর, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এবারের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাশিয়া তৃতীয় দেশগুলোর সহযোগিতা নিয়ে কীভাবে নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি কাটিয়ে নিজেকে নিরাপদ রাখছে তা খতিয়ে দেখার জন্য ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা তদন্ত শুরু করেছে।
ব্লুমবার্গ আরো জানিয়েছে, রাশিয়াকে ইউক্রেনে হামলার কাজে ড্রোনসহ অন্যান্য সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে বলে আমেরিকা ও ইইউ যে অভিযোগ তুলেছে তার স্বপক্ষে কোনো প্রমাণ পশ্চিমা দেশগুলো দিতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও ওই অভিযোগে এরইমধ্যে ইরানের ড্রোন নির্মাণ শিল্পের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ড্রোন সরবরাহের পশ্চিমা অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান ও মস্কো।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইইউ মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়াও এখন পর্যন্ত বহু মার্কিন এবং ইউরোপীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।