- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ
আগামী এপ্রিলে ফ্রান্স প্রেসিডেন্ট নির্বাচন। সে কারণেও এমানুয়েল মাক্রোঁর জন্য রাশিয়া-ইউক্রেন উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখা বড় এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই রাশিয়ায় যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
আজ সোমবার মস্কো সফরে যাবেন এমানুয়েল মাক্রোঁ।
সফরের প্রধান উদ্দেশ্য-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে রুশ-ইউক্রেন যুদ্ধের আশঙ্কা কমানো। আলোচনা যে সাময়িকভাবে ফলপ্রসূ হবে সে বিষয়ে মাক্রোঁ যথেষ্ট আশাবাদী। কারণ তিনি মনে করেন, আলোচনার আরেক অর্থ ‘সময় কেনা’, কেননা, আলোচনার সময় স্বাভাবিকভাবে কোনো পক্ষ যুদ্ধে জড়ায় না। তাছাড়া পুতিন যে এখন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনায় আগের মতো অত অনাগ্রহী নন, সেই বিষয়টিও আশাবাদী করেছে মাক্রোঁকে। কয়েকদিন আগেও মধ্যস্থতাকারী হিসেবে কার্যত শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকেই স্বীকার করছিলেন পুতিন। এখন তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও আলোচনায় রাজি।
এ কারণে সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইয়েভস লা দ্রিয়ান এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক যাচ্ছেন কিয়েভে। তাদের এ সফরের উদ্দেশ্য ইউক্রেনকে আবার আশ্বস্ত করা যে, চলমান সংকটে ইউরোপীয় ইউনিয়ন পাশে আছে। তারা সফর শেষ করলেই কিয়েভে যাবেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর কিয়েভে যাবেন আগামী সপ্তাহে। কিয়েভ থেকে মস্কোতেও যাবেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের মতো তার মস্কো সফরের মূল উদ্দেশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি প্রশমনে ভূমিকা রাখা।
আগামী এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন। অন্যদিকে কাউন্সিল অব ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সভাপতি ফ্রান্স। তাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইউক্রেন ইস্যুকেও খুব গুরুত্ব দিচ্ছেন এমানুয়েল মাক্রোঁ।