- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জানুয়ারি ২০২২ | ৬:৫০ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ৩৫ মিনিটে দলটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।
আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। চলমান সংলাপের অংশ হিসেবে আজ যোগ দেয় এনপিপি।
এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলে মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডলসহ আরও পাঁচ সদস্য রয়েছেন।