- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ
ফাইনালের মঞ্চ, চাপ তো আছেই। সেই চাপ সামলে পাওয়ার প্লে’টা মোটামুটি ভালো কাটিয়েছে পাকিস্তান। ইংলিশ পেসারদের তোপ সামলে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে আনপ্রেডিক্টেলরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার। দেখেশুনে শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান।
পঞ্চম ওভারে এসে দলীয় ২৯ রানের মাথায় এই জুটিটি ভাঙে স্যাম কুরানের বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে রিজওয়ান স্টাম্পে বল টেনে আনলে। ১৪ বলে ১৫ করে আউট হন পাকিস্তানি ওপেনার।
তবে বাবর আজম দায়িত্ব নিয়ে খেলছেন। পাকিস্তান অধিনায়ক ১৬ আর মোহাম্মদ হারিস ৪ রানে অপরাজিত আছেন।