• আজ শুক্রবার
    • ১০ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৫শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৭শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী শাজাহান খান

    রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী শাজাহান খান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৪ | ৬:২৪ অপরাহ্ণ

    যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থী সৈয়দ মুনতাসির রহমান হালিম হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোজাহিদুল ইসলাম। আবেদন বলা হয়, গত ২ নভেম্বর আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাইকোর্টের নির্দেশনা অনুসরণপূর্বক বিধি মোতাবেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

    জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা মামলা তদন্ত কাজে সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। গত ৪ নভেম্বর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

    আসামির চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করলে তাকে আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এর আগে, গত ২ নভেম্বর আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময়ে শিক্ষার্থী শিক্ষার্থী মুনতাসির রহমান নিহত হয়। ওই ঘটনায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ১৫৭ জনের নামে হত্যা মামলাটি করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১