- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকা শহরে রুশ কামানের গোলাবর্ষণে ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন গত রবিবার এই গোলাবর্ষণ করা হয়।
সামি অঞ্চলের রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্রো ঝিভিটস্কি জানান, ওই হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট ধ্বংস হয়েছে। আর ধ্বংসস্তুপ থেকে মরদেহ খুঁজতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকেরা।
দিমিত্রো ঝিভিটস্কি টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘বহু মানুষ নিহত হয়েছে। বর্তমানে প্রায় ৭০ ইউক্রেনীয় সেনার মরদেহ সমাহিত করার জায়গা তৈরি করা হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘কিন্তু শত্রুরাও তাদের প্রাপ্য পাবে।’ শহরে বহু রুশ মরদেহ পড়ে রয়েছে বলে দাবি করেন তিনি। এসব মরদেহ রেড ক্রসকে দিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে তার এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।