- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ছৈয়দ হোসেন নামে একজন নিহত হয়েছেন। মাটিচাপা পড়ে আহত অবস্থায় এক যুবক ও এক শিশুকে জীবিত উদ্ধার করেছে ক্যাম্পের রোহিঙ্গারা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার হাকিমপাড়ার ১৪নং ব্লক বি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আহতরা হলো— ছৈয়দ নূর ও ৬ বছরের শিশু নায়েতুর রহমান। তারা সবাই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের স্থানীয় এনজিও পরিচালিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে স্থানীয়দের সহযোগিতায় মাটি কুড়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফ হোসাইন আরও জানান, মাটি কাটতে গিয়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।