• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    রোহিতের ব্যাটে ভারতের সংগ্রহ ২২৯ রান

    রোহিতের ব্যাটে ভারতের সংগ্রহ ২২৯ রান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৭:৩৭ অপরাহ্ণ

    ব্যাটারদের ব্যাটে ভর করে বিশ্বকাপে উড়ছিল ভারত। তবে রবিবার ইংল্যান্ড ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে মাত্র চার ব্যাটার। চাপের মুখে লড়াই করেন অধিনায়ক রোহিত শর্মা। খেলেন ৮৭ রানের দারুণ এক ইনিংস। লখনৌতে তার লড়াকু ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রানের সংগ্রহ পেয়েছে ভারত।

    আজ ভারতের টপ-অর্ডার ছিল সুপার ফ্লপ। অল্পতেই থামেন শুভমান গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। গিল (৯) ও আইয়ারকে (৪) আউট করেন ক্রিস ওকস। কোহলিকে রানের খাতা খুলতে দেননি ডেভিড উইলি। প্রথমবারের মতো বিশ্বকাপে বিনা রানে আউট হয়েছেন ভারতের ব্যাটিং লিজেন্ড। এদিন ৯ বল খেলে মাঠ ছাড়েন কোহলি।

    লোকেশ রাহুলের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে সাময়িক বিপর্যয় সামাল রোহিত। ইনিংসের ৩১তম ওভারে তাদের প্রতিরোধ ভাঙেন উইলি। বাঁহাতি এই পেসার নিজের দ্বিতীয় শিকার বানান ৩৯ রান করা রাহুলকে। খানিকবাদে পথ হারান ভারতীয় অধিনায়ক। রোহিতকে মাঠ ছাড়া করেন স্পিনার আদিল রশিদ। তার ১০১ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৩ ছক্কার মার।

    এরপর লড়াই করেন সূর্যুকমার যাদব। তবে মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি পাওয়া হয়নি তার। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে আউট হন উইলির বলে। তখন ভারতের সংগ্রহ ছিল ২০৮ রান। শেষ দিকে লেজের জোড়ে খুব বেশি এগোতে পারেনি স্বাগতিকরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০