• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    র‍্যাবের ছদ্মবেশে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাই

    র‍্যাবের ছদ্মবেশে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাই

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৪ | ২:১৫ অপরাহ্ণ

    কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের পোশাক পরে মাইক্রোবাসে দুই বিকাশ এজেন্টকে তুলে নিয়ে ২৭ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    সোমবার (২৮ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রবিবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরশ্বানী এলাকায় এ ঘটনা ঘটে।

    চৌদ্দগ্রাম উপজেলা বিকাশের পরিবেশক কুতুবউদ্দিন শাওন বলেন, ‘আমাদের দুইজন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও মহাসিন ২৭ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে কুমিল্লার আসার পথে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় একটি মাইক্রোবাস গতিরোধ করে। পরে র‍্যাব পরিচয় দিয়ে আমাদেরকে মাক্রোবাসে তুলে নেয় এবং লুট শেষে কুমিল্লার চান্দিনা এলাকায় ফেলে দেয়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

    চৌদ্দগ্রাম থানার ওসি আক্তার উজ জামান বলেন, ‘ছিনতাইয়ের বিষয়ে বিকাশের দুইজন লোক থানায় এসেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০