- আজ রবিবার
- ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ আগস্ট ২০২২ | ১:৫৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে শিল্পি আক্তার নামে এক স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামী মো. হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হোসেন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলনা। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সফিক উল্যাহর ছেলে।
আদালত সূত্রে জানাযায়, হোসেনের সঙ্গে ২০০৩ সালের দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নে যাদৈয়া গ্রামের আব্দুল হাসেমের মেয়ে শিল্পির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিনজন মেয়ে ও একজন ছেলে সন্তান আছে। ২০১৬ সালের দিকে হোসেন দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হোসেন চট্টগ্রামে বসবাস করতো। এরপর থেকে তিনি প্রথম স্ত্রী সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেয়। হোসেন প্রথম স্ত্রীকে পথের কাটা মনে করতো। এজন্য তিনি শিল্পিকে হত্যার পরিকল্পনা নিয়েই চট্টগ্রাম থেকে চরমনসা গ্রামের বাড়িতে আসেন।
২০১৮ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় জোরপূর্বক মুখ চেপে শিল্পিকে বিষ খাইয়ে দিয়ে তার মাথায় আঘাত করে হোসেন। পরে হাসপাতাল নেওয়ার পথে শিল্পি মারা যায়। ঘটনার পর নিহতের বাবা হাসিম বাদী হয়ে হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে ময়নাতদন্তের ভিত্তিতে ২০১৯ সালের ২০ অক্টোবর পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |