- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ জুন ২০২৩ | ৪:৩৭ অপরাহ্ণ
আজ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে। কলম্বোতে অনুষ্ঠিত হওয়া এই নিলামের প্রথম রাউন্ডে নাম উঠেছিল তামিম ইকবালের। তবে অংশগ্রহণকারী কোনো দলই বাংলাদেশের এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রূপি।
নিলামে দ্বিতীয় নম্বরেই তামিমের নাম তোলা হয়েছিল। তবে কোনো দল তাকে পেতে আগ্রহ দেখায়নি। তাছাড়া মুশফিকুর রহিম, লিটন দাসও দল পাননি। এখনো পর্যন্ত অবিক্রিতদের তালিকায় আছেন সিকান্দার রাজা, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, কার্লোস ব্রাথওয়েটও।
সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা-
গল গ্ল্যাডিয়েটর্স: সাকিব আল হাসান (বাংলাদেশ), তাবরাইজ শামসি (সাউথ আফ্রিকা), দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা)।
কলম্বো স্ট্রাইকার্স: বাবর আজম, নাসিম শাহ (পাকিস্তান), মাথিশা পাথিরানা ও চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা)।
জাফনা কিংস: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), থিসারা পেরেরা ও মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)।
ডাম্বুলা অরা: ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), কুশল মেন্ডিস ও আভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা)।
ক্যান্ডি ফ্যালকন্স: মুজিব উর রহমান (আফগানিস্তান), ফখর জামান (পাকিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা)।