- আজ শনিবার
- ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৫ | ৭:৩৭ অপরাহ্ণ
লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে এবার জায়গা করে নিলেন জাসপ্রিত বুমরাহ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েছেন ভারতীয় পেসার। এই পারফরম্যান্সের সুবাদে লাল বলের ক্রিকেটে ১৫তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন বুমরাহ।
এই ‘ফাইফার’ সংখ্যায় তিনি ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজাকে, দুইজনই এখন ভারতের হয়ে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ ফাইফারধারী। তবে পার্থক্য রয়েছে ভেন্যুতে। বুমরাহ তার ১৫ ফাইফারের মধ্যে ১৩টিই শিকার করেছেন বিদেশের মাটিতে, ঘরের মাঠে মাত্র ২টি। আর জাদেজার ক্ষেত্রে ঠিক উল্টো, ১৩টি ফাইফারই এসেছে ভারতীয় কন্ডিশনে।
বিদেশের মাটিতে ভারতের পক্ষে সর্বোচ্চ ফাইফারের মালিক ছিলেন কপিল দেব (১২)। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ, যার ফাইফারের সংখ্যা ১৩।
ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকাতেও বুমরাহ এগিয়ে যাচ্ছেন। কপিল দেবের ৪৩ উইকেটকে ছাড়িয়ে তার শিকার এখন ৪৭টি। এক ধাপ উপরে আছেন কেবল ইশান্ত শর্মা, যার উইকেট সংখ্যা ৪৮।