তিনি বলেন, ‘আমার মা বিকাল থেকে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এর বেশি কিছু বলতে পারছি না, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন কবরী। অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল স্থানান্তর করা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। ৮ এপ্রিল থেকে ছিলেন আইসিইউতে।
১৯৬৪ সালে ‘সুতরাং’ চলচ্চিত্র দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।