• আজ রবিবার
    • ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই সফর ১৪৪৭ হিজরি

    লাকসামকে জেলা ঘোষণা ও কুমিল্লা ৯ আসনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

    লাকসামকে জেলা ঘোষণা ও কুমিল্লা ৯ আসনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৭:১৯ অপরাহ্ণ

    লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এ্যাডভোকেট বদিউল আলম সুজনের নেতৃত্বে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল লাকসাম দৌলতগঞ্জ স্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম বাজার প্রদক্ষিন করে লাকসাম বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

    বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দেয়া বক্তব্যে এ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম মনোহরগঞ্জ আসন নিয়ে কারো কোন অভিযোগ ছিল না, বিনা উস্কানিতে অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি।

    বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের কর্মসূচীর পর নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নিলে জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

    এসময় ছাত্রনেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় কর্মসূচীতে আরও বক্তব্য প্রদান করেন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, পেয়ার আহমেদ, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১