- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ১০:২৪ পূর্বাহ্ণ
ফের একবার বৈঠক করল চীন ও ভারত। কমান্ডার পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, গতকাল সকাল থেকে চীন ও ভারতের নিয়ন্ত্রণ রেখার মোল্ডো সীমান্তে এক বৈঠক হয়। প্রায় নয় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। কার্যত লাদাখের একাধিক অংশে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন ও ভারতের সেনাবাহিনী। দ্রæত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দুদেশের সেনাবাহিনীর মধ্যে।
এর আগে ৯ এপ্রিল একবার সেনা পর্যায়ের বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে। কিন্তু তা তেমন ফলপ্রসূ হয়নি। এই অবস্থায় ১২তম বৈঠকে মুখোমুখি হয় চীন ও ভারত। পূর্ব লাদাখের বিতর্কিত অংশ থেকে সেনা সরাতেই এই বৈঠক। হট স্প্রিং এবং গোগরা পোস্ট নিয়েও দুই দেশের সেনা কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।