- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২৫ | ৭:২৪ অপরাহ্ণ
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই লিঙ্গ পরিচয় নিয়ে নতুন নির্দেশনা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নারী ও পুরুষ ছাড়া আর কোনো লিঙ্গ স্বীকৃতি পাবে না। এবার লিঙ্গ বিষয়ে আরও একটি পদক্ষেপ নিলেন তিনি।
হোয়াইট হাউসের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার (২৮ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশে ১৯ বছরের কম বয়সিদের জন্য লিঙ্গ পরিবর্তনের চিকিৎসায় সরকারি সহায়তা নিষিদ্ধ করা হয়েছে।
লিঙ্গ পরিবর্তনের চিকিৎসাগুলোকে ‘ধ্বংসাত্মক ও জীবন নষ্টকারী’ বলে অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হল, তথাকথিত ‘রূপান্তরের’ নামে শিশু-কিশোরদের বদলানোর জন্য কোনো ধরনের অর্থায়ন, পৃষ্ঠপোষকতা, প্রচার, সহায়তা বা সমর্থন করবে না সরকার।’
এই আদেশের মাধ্যমে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগসহ সরকারের সব সংস্থাগুলোকে মেডিকেইড, ট্রাইকেয়ার ও অন্যান্য সরকারি বীমা সুবিধা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তনমূলক চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে মামলা দায়ের এবং আইন প্রণয়নের জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শপথ নেয়ার পরই ট্রাম্প এক নির্বাহী আদেশে লিঙ্গ বলতে শুধু পুরুষ ও নারীকে স্বীকৃতির কথা জানান। ট্রান্সজেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, আজকে, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যে এখানে (যুক্তরাষ্ট্রে) শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন- নারী ও পুরুষ।
২০২২ সালে মার্কিনিদের পাসপোর্টে ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে ‘এক্স’ লেখার সুযোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দোয়য় সেই সুবিধা বন্ধ হয়ে গেল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |