• আজ মঙ্গলবার
    • ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    লিটনকে নামিয়ে আনা হলো তিনে, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

    লিটনকে নামিয়ে আনা হলো তিনে, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৯:৪১ অপরাহ্ণ

    লিটন দাসকে ওপেনিং থেকে নামিয়ে আনা হবে চার নম্বরে- এ তথ্য জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যদিও পরে এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

    আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই পরীক্ষা-নীরিক্ষা চালাতে সচেষ্ট হয়েছে টিম ম্যানেজমেন্ট। লিটন দাসকে ওপেনিংয়ে না রেখে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে পাঠানো হলো মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান রুম্মনকে।

    চার নম্বরে নয়, লিটনকে নামানো হলো তিন নম্বরে। মূলতঃ এশিয়া কাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে মাঠে নেমে দারুণ ব্যাটিং করেছিলেন মিরাজ। সাব্বির রহমান প্রস্তুতিতে নিজের ব্যাটের ক্যারিশমা দেখিয়েছিলেন।

    সব মিলিয়ে টিম ম্যানেজেমেন্টের চিন্তায় ওপেনিংয়ে বৈচিত্র্য আনা। কিন্তু সেই বৈচিত্র্য আনতে গিয়ে তো এখন মান সম্মানই যায় যায় অবস্থা। আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে যারপরনাই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

    টপ অর্ডাররা তো কিছুই করতে পারলেন না। দুই মেকশিফট ওপেনার মিরাজ, সাব্বির রহমান এবং তিন নম্বরে নামা লিটন দাস পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিলেন।

    ইনিংসের দ্বিতীয় ওভারেই কোনো রান না করে আউট হয়ে যান সাব্বির। মিরাজ করেছিলেন ১৪ বলে ১২ রান। এরপর ৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান লিটন কুমার দাস। ওপেনিং থেকে তিন নম্বরে নেমে আসার প্রভাবই কী তাহলে পড়লো লিটনের ব্যাটিংয়ে?

    ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা দেখালেন ইয়াসির আলী রাব্বিও। ৭ বল খেলেছেন, করেছেন কেবল ৪ রান। এরপরই মেইয়াপ্পনের বলে বোল্ড হয়ে যান রাব্বি। অর্থ্যাৎ ৪৭ রানে পড়লো বাংলাদেশের ৪ উইকেট।

    এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১০.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৬। ৩৪ রান নিয়ে আফিফ হোসেন এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১